শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪    ০৬ : ১৮ : ১০
Logo

সুবর্ণজয়ন্তী প্রোগ্রাম

'বঙ্গবন্ধু কর্ণার' শুভ উদ্বোধন

আজ ২৪ জুলাই ২০২২ ইং তারিখ বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে চট্টগ্রাম ০৮ আসনের মাননীয় সাংসদ জননেতা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন, এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব নুরুল আলম, কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন, কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সমীর কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ নুরুল আমিন চৌধুরী, কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব আবসার উদ্দিন সেলিম, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বেলাল হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য জনাব আবুল মোহছেন, জনাব এস এম জসীম ও জনাব নাসির উদ্দীন,স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোহসীন উদ্দীন জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সঙ্গীত পরিবেশন করেন জনাব সুপর্ণা রায় চৌধুরী ও জনাব সুচিত্রা চৌধুরী।

ঐতিহাসিক ৭ ই মার্চ,২০২২

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃক  আয়োজিত আলোচনা সভা কলেজ মাঠে  কলেজের সন্মানিত অধ্যক্ষ জনাব সমীর কান্তি দাশ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে ৭ ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন  বোয়ালখালী পৌরসভার মেয়র ও কলেজ গভর্নিং বডির সন্মানিত সদ্স্য জনাব মোঃ জহুরুল ইসলাম জহুর, জনাব মোঃ মোহসীন উদ্দীন ( ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ), জনাব গৌতম রায়,জনাব মোহাম্মদ ইব্রাহিম, জনাব আহম্মেদ হোসেন ভূইয়া, জনাব আব্দুল্লাহ সরকার। সকালে সূর্যোদয়ের  সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ১০টায়  অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে মেয়র মহোদয় ও শিক্ষক -কর্মচারী ছাত্রছাত্রীসহ  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কোরান তেলওয়াত, ত্রিপিটক পাঠ শেষে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব রাজেন্দ্র লাল দে। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি প্রচার করে শোনানো হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১২ মার্চ ২০২২

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ জনাব সমীর কান্তি দাশ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য জনাব নুরুল আমিন চৌধুরী, কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি জনাব নাসির উদ্দীন চৌধুরী, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মোঃ মোহসীন উদ্দীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইব্রাহিম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব গৌতম রায়, অনুষ্ঠান সঞ্চালনায় জনাব নাসরিন সুলতানা, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান শেষে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ জনাব সমীর কান্তি দাশ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মো: মোহসীন উদ্দীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মো: ইব্রাহিম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব গৌতম রায়,উদযাপন উপকমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন, জনাব হেলাল উদ্দিন, জনাব আহমেদ হোসেন ভূইয়া, অনুষ্ঠান সঞ্চালনায় জনাব রাজেন্দ্র লাল দে ও জনাব সুপর্না রায় চৌধুরী, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জনাব মো: মাসুদ রানা আলোচনা সভা ও দোয়া শেষে কলেজের সাংস্কৃতিক স্কোয়ার্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কমর্সূচি শুরু হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সূর্যাস্তের পরে কলেজ ভবনসমূহে আলোকসজ্জার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস ২০২২

বোয়ালখালী সিরাজুল (ডিগ্রি) কলেজ কর্তৃক আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মো: মোহসীন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার প্রধান আলোচক বীর মুক্তযোদ্ধা বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এস এম সেলিম মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মো: ইব্রাহিম, জনাব গৌতম রায়, জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন, জনাব আইরিন পারভীন জনাব নাসরিন সুলতানা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় জনাব রাজেন্দ্র লাল দে ও জনাব সুচিত্রা চৌধুরী।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ জনাব সমীর কান্তি দাশ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মো: মোহসীন উদ্দীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মো: ইব্রাহিম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব গৌতম রায়,উদযাপন উপকমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব রাজেন্দ্র লাল দে ও জনাব সুচিত্রা চৌধুরী। কবিতা আবৃত্তি করেন বাংলা বিষয়ের প্রভাষক জনাব মাসুদ রানা। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কমর্সূচি শুরু হয়। সকাল ৯টায় শহীদের স্মরণে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং কলেজ মাঠে দলগত জাতীয় সংগীত শেষে উপজেলা বোয়ালখালী মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ জনাব সমীর কান্তি দাশ, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মোঃ মহোসীন উদ্দীন, কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।এরপর শুরু হয় কলেজের সাংস্কৃতিক স্কোয়ার্ডের পরিবেশনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।শহীদের স্মরণে সংগীত পরিবেশন করেন জনাব সুচিত্রা চৌধুরী, জনাব সুপর্ণা রায়। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জনাব কার্তিক মজুমদার পলাশ ( অধ্যক্ষ স্যারের বন্ধু) এর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।